ক্রিকেট এশিয়া কাপ ২০২২ সময়সূচি
ক্রিকেট এশিয়া কাপ ২০২২ সময়সূচি এর ১৫তম আসরের আয়োজক দেশ শ্রীলংকা করার কথা থাকলেও সেখানে খারাপ পরিস্থিতির থাকার কারণে, ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।। প্রতি এক বছর পরপর এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর আগে এশিয়া কাপের আসর হয়েছে ১৪ টি। এই ১৪টি খেলার মধ্যে বাংলাদেশ অংশগ্রহণ করেছে ১২ টি খেলাতে। হাজার ১৯৮৮ সালে বাংলাদেশের সর্বপ্রথম এশিয়া কাপে আয়োজক হিসেবে অংশগ্রহন করেন।
এশিয়া কাপের নামকরণ
প্রতি এক বছর পর পর এশিয়া মহাদেশ গুলোর মধ্য এই টুর্নামেন্ট এর আয়োজন করা হয়ে থাকে। এখানে শুধু মাত্র এশিয়ার দেশগুলো অংশগ্রহণ করে থাকে, এই জন্য এই টুনামেন্টি এশিয়া মহাদেশের হয় তাই এর নামকরণ করা হয়েছে এশিয়া কাপ।
এশিয়া কাপের সময়সূচি প্রকাশ
এশিয়া কাপ 2022 এর সময়সূচী প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলর 29 শে মার্চ প্রকাশিত হয় এশিয়া কাপের ফাইনাল সময়সূচি, তাদের অফিসিয়ার ওয়েরসাইটে এর প্রকাশ করেন।
২০২২ এশিয়া কাপের আয়োজক
২০২২ এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কায় করার কথা থাকলেও সেখানে খারাপ পরিস্থিতির থাকার কারণে, ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।
Also may link…
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ২০২২
পৃথিবীর সবথেকে দামি গাড়ি গুলো কিনতে মেসি রোনালদোর কত মিনিট খেলতে হয়েছে
এশিয়া কাপের খেলা শুরু ও শেষ এর তারিখ
এশিয়া কাপ ২০২২ এর খেলা শুরু হবে চলতি মাসের আগস্ট এর ২৭ তারিখ হতে এবং শেষ হবে ১১ ই সেপ্টেম্বর ফাইনাল খেলা এর মাধ্যমে।
গত টুর্নামেন্টগুলোর চ্যাম্পিয়ন দল
এশিয়া কাপ এর খেলা মোট ১৪বার আয়োজন করা হয়েছে।এর মধ্য বাংলাদেশ ১২টি খেলাতে গ্রহণ করেছে।বাংলাদেশে এখনো পর্যন্ত এশিয়া কাপ একবারও স্পর্শ করে দেখতে পারে নাই। ১৪টির মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে,
- ভারত ৮বার
- শ্রীলংকার ৪বার
- পাকিস্তান ২বার