ত্রিদেশীয় সিরিজ সিডিউল ২০২২ !! বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্থান

ত্রিদেশীয় সিরিজ সিডিউল ২০২২ !! বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্থান

 

ত্রিদেশীয় সিরিজ সিডিউল ২০২২ !! বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্থান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ পাকিস্তান কে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ টুর্নামেন্ট এর আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ড।

টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ২০২২ এর আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ।আর এবারের বিশ্বকাপ আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে।

আমরা সকালে জানি এশিয়া মহাদের বাহিরের মাঠ বেশির ভাগ পিচগুলো ঘাস বিশিষ্ঠ হয়ে থাকে। তাই অস্ট্রেলিয়ার মাটিতে উপমহাদেশ গুলোর জন্য কিছুটা চ্যালেঞ্জ হয়ে যায়।

আর সেই চ্যালেঞ্জ কে ভালোভাবে মোকাবেলা করার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে চাই এই তিন দেশ। বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তান মধ্যকার ত্রিদেশীয় সিরিজখেলার জন্য আগে থেকেই সম্মতি দিয়েছিল বাংলাদেশ।তবে দ্বিমত ছিল পাকিস্তানকে নিয়ে।

এই সময়ে পাকিস্থান এর ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ থাকার কারণে এই ত্রিদেশীয় খেলার কিছুটা সংশয় ছিল। তবে সবকিছু অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়ন করা হয়েছে এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ।

ত্রিদেশীয় সিরিজের খেলার শুরু

 

চলতি বছরের ৮ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্য ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ ২০২২।

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

ত্রিদেশীয় সিরিজ সিডিউল ২০২২

 

  1. বাংলাদেশ-পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)
  2. নিউজিল্যান্ড-পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)
  3. নিউজিল্যান্ড-বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)
  4. নিউজিল্যান্ড-পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)
  5. নিউজিল্যান্ড-বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)
  6. বাংলাদেশ-পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)

ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)

Also my link…

ক্রিকেট এশিয়া কাপ ২০২২ সময়সূচি

 

ত্রিদেশীয় সিরিজের ভেন্যু ( স্টোডিয়াম )

 

ত্রিদেশীয় সিরিজ সিডিউল ২০২২ !! বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্থান

সব গুলো ম্যাচ অনুষ্ঠিতো হবে নিউজিল্যান্ড এর হাগলি ওভাল ক্রাইস্টচার্চ স্টেডিয়াম

হাগলি ওভাল ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ডের অন্যতম বিখ্যাত স্টেডিয়াম

Leave a Comment