বিপিএলে দল পেলো না সাকিব !! সাত ফ্র্যাঞ্চাইজি প্রকাশ
বিপিএলে দল পেলো না সাকিব !! সাত ফ্র্যাঞ্চাইজি প্রকাশ
আগামী তিন বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলোর মালিকানা দল চূড়ান্ত করেছে বাংলাদেশ বিপিএল গভর্নিং কাউন্সিল। গত রবিবার ২৫ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি গুলোর নাম প্রকাশ করেন বিপিএল কাউন্সিলার (বিসিবি)।
বিপিএল বাংলাদেশের ঘরোয়া লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে এর সবচেয়ে বড় আসর।
এবারের আসরে অংশ নিবে যে ৭টি দল
আগের আসরে অংশ নিয়েছিল মোট ছয়টি দল।তবে এবারের আসরে অংশ নিবে মোট সাতটি দল।
দলগুলো হচ্ছে
-
রংপুর
-
খুলনা,
-
ঢাকা,
-
সিলেট,
-
চট্টগ্রাম
-
কুমিল্লাও
-
বরিশাল,
আরো পডুন…= ক্রিকেট এশিয়া কাপ ২০২২ সময়সূচি
পৃথিবীর সবথেকে দামি গাড়ি গুলো কিনতে মেসি রোনালদোর কত মিনিট খেলতে হয়েছে
বিপিএলে দল পেলো না সাকিব !! সাত ফ্র্যাঞ্চাইজি প্রকাশ
এটি বিপিএলের নবম আসর।তবে এবারের আসরে শাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্ট দল নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন।
মোনার্ক পদ্মা নামে একটি দল গঠনে আগ্রহী ছিলেন এই অলরাউন্ডার। কিন্তু বিপিএলের একটি সংবাদ সম্মেলনে সাতটি প্রতিষ্ঠানের মালিকানার নাম প্রকাশ করলেও।
সেখানে ছিলনা শাকিবের মোনার্ক মার্ট প্রতিষ্ঠানের নাম। ধারণা করা যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি প্রকাশ এর আগেই মোনার্ক মার্ট অংশীদারি ব্যবসায়ীদের নাম শেয়ারবাজার কারসাজি উঠে এসেছিল।
কারসাজির দায়ে সাকিব আল হাসানের পার্টনার আবুল খায়ের হিরো ও তার সহধর্মিণী পসাদিয়া হাসানকে অর্থপ্রদান পর্যন্ত দেওয়া হয়েছে। তাই বিপিএলে তাদের দল দিতে আগ্রহ দেখায় নাই বিপিএল কাউন্সিলর (বিসিবি)।
তবে এবারের আসরে মোট নয়টি ফ্র্যাঞ্চাইজি দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্য থেকে সাতটি দলের ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএল এর সাতটি দল ও ফ্র্যাঞ্চাইজি
দল ফ্র্যাঞ্চাইজি
-
বরিশাল ফরচুন বরিশাল স্পোর্টস লি.
-
খুলনা মাইন্ডট্রি লি.
-
ঢাকা প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি.
-
সিলেট ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি.
-
রংপুর টগি স্পোর্টস লি. (বসুন্ধরা গ্রুপ)
-
চট্টগ্রাম ডেলটা স্পোর্টস লি.
-
কুমিল্লা কুমিল্লা লিজেন্ডস লি.