রাগ দমন করার ওষুধ

রাগ দমন করার ওষুধ

 

রাগ দমন করার ওষুধ যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি ভুল তুমি রাখতে না পারলে সে কেউ থাকবে নাআপনি কি জানেন মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনেপ্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়

মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখোসবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারেনা/শোল মাছের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে পারেনাএকটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যাই

বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের করা কান্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড।

ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সবকিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয় মধ্যবিত্ত ঘরের সন্তান যে নিজের পায়ে দাঁড়ানো দাঁড়াতে এতটা সময় লেগে যায় দাঁড়িয়ে ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায় সন্তান যতই বড় হোক মায়ের আঁচল কখনো ছোট হয় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়া জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয়।

কাউকে ঠকাতে না পারা মানুষের সবচাইতে বেশি দুর্বলতা চাল পুরনো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরনো হলে অবহেলা বাড়ে।

Also my link…

অতিথির স্মৃতি সৃজনশীল প্রশ্ন উত্তর

তোমার ধৈর্য ধরার ক্ষমতা যতবেশী তোমার সমস্যা সমাধান উপায়ও ততবেশি নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর মিথ্যা যতই মধুর হোক না কেন সত্যর কাছে সবাই পরাজিত খুব সহজে কাউকে ঠকানো সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজেকে টিকিয়ে রাখাটাই দুর্বল।

বন্ধু বদলায় না যারা বদলায় তারা বন্ধু ছিল না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হোন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজের ছবি দিতে পারে শিক্ষা যদি মানুষের দরজা হয় আঁচল তাহলে সে দরজার চাবি জীবন জ্যোতি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান দিয়ে নিজের মতো এগিয়ে যাও।

সত্য কথা সবসময় তেমনি হয় যে আপন হোক বা পর মুখের উপর সত্য কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধুবান্ধব অনেকটা কমে গেছে কেমন করে বুঝবে কে সুখে আছে আর কে দুঃখে আছে বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্না পৃথিবীটা ভুলে গেছে

দেয়ালে পিঠ ঠেকে যায় তখনি যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছন ফিরে চলে যায় তুমি একবারই বাঁচবে যদি ঠিকমতো বাঁধবো তাহলে একবারে যথেষ্ট জোকার কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভাললাগে কপালে তাজ সাপোর্ট করে না।

সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয় সারাদিন কাজে থাকার মাঝেও তার কথাটা মনে রাখাটাই ভালোবাসা প্রেম শরীর খুঁজে মন খুঁজে প্রেম ছেড়ে গেলেও যেতে পারেনা ভালবাসার আজীবন কিছু সময় কারো মনে চিরতরে থাকার জন্য তার জীবন থেকে আমাদের অনেক দূরে চলে যেতে হয়

যখন দেখবেন আপনার মন খারাপ এটা বলার মতো কাউকে পাচ্ছি না তখন বুঝে নিবেন আপনারা আসলে কেউ নেই মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষ খুব বেশি ইচ্ছা গুলোকে কখনোই পূরণ করে না ।লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি।

অল্প হলেও মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলবো পরব ক্ষমা করে দেয়। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে এমনি কিছু না

রাগ দমন করার ওষুধ

মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে প্রতিবাদ থেকে বিরত থাকতে হবে সত্য থেকে বিরত থাকতে হবে আপনি যদি মানুষকে সত্য বলেন তাহলে মানুষের কাছে আপনি ভালো খুব কম হবে জীবনে পাওয়ার হিসাব করুন না পাওয়ার দুঃখ থাকবে না রাগ উঠলে মুখ বন্ধ রাখুন এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা।

অল্প বয়স থেকেই যারা পরিবারকে সাপোর্ট করে তাদের চেষ্টা যেন অনেক সুন্দর হোক

মিথ্যাবাদীদের কিছু আশ্চর্য গুণ রয়েছে তারা হাসতে হাসতে মিথ্যা বলে কাঁদতে কাঁদতে মিথ্যা বলে তারা মিথ্যা বলতে বলতে সময়ের। কথাটাই ভুলে গেছেন।

হাসতে হাসতে মিথ্যা বলে কাঁদতে কাঁদতে মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে এমনকি মানুষ হয়ে মানুষ ছুয়েও মিথ্যা বলতে পারে ।

Leave a Comment