রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২১-২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল দিক-নির্দেশনা।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ আগামী ২৫-২৭ জুলাই শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ২০২১-২০২২ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিবে দেশের বিভিন্ন জেলার লাখো শিক্ষার্থী। বিভিন্ন অঞ্চল হতে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের সকলের সুবিধার্থে এই তথ্যমূলক আলোচনা।

প্রথমত রাজশাহীর বাহিরের অঞ্চল থেকে যারা আসবেনঃ
আপনারা যারা একদিন আগে বাসে রওনা হবেন, তারা বিশ্ববিদ্যালয় গেইটে নামতে পারবেন অথবা চাইলে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে নামতে পারবেন। ছোট এই শহরের যেকোনো প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া সর্বোচ্চ অটোতে/ রিক্সায় ২০-২৫ টাকা নিবে।

নোটঃ আর যারা পরিক্ষার দিন আসবেন বলে মনে করছেন তাদের জন্য বলবো যথেষ্ট সময় নিয়ে অবশ্যই বের হবেন! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিক্ষায় আগের বছর গুলোতে এত পরিমাণে রাস্তায় জ্যাম পড়েছিলো যার ফলে অনেক শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিতে পারেনি। তাই অবশ্যই যথেষ্ট পরিমাণ সময় নিয়ে বের হবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে যারা দুর দুরান্ত থেকে আসবেন অনেকেই হোটেলে যোগাযোগের মাধ্যম খুঁজেন তাদের জন্য।

Also my link….

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২১-২০২২

রাজশাহীতে আবাসিক হোটেল সমূহঃ

১/ পর্যটন মোটেল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মোঃ মোতাহার হোসেন, ইউনিট ব্যবস্থাপক আব্দুল মজিদ রোড, শ্রীরামপুর, রাজশাহী-৬০০০। ০১৯৯১১৩৯৩৯৭
২/ হোটেল আল-হাসিব,গণক পাড়া,বোয়ালিয়া ০৭২১৭৭৩৫৬৬
৩/ হোটেল প্রিন্স, গণকপাড়া, বোয়ালিয়া, রাজশাহী ০৭২১৭৭২৭৭৬, ০১৭১১-০০৮৫৩৪
৪/ হোটেল হক ইন্টারন্যাশনাল, আরডিএ মার্কেট ০৭২১৭৭৮৪৮
৫/ হোটেল হাসনাহেনা, স্টেশনপাড়া, শিরইল ০৭২১৭৭৪৫৬৫
৬/ হামিদিয়া গ্রান্ড হোটেল, সাহেব বাজার, রাজশাহী ০৭২১৭৭২৯৩০
৭/ হোটেল সৈকত, লক্ষীপুর মোড়,রাজশাহী ০১৭১৬৪৭২০৫৬, ০১৭১৮-২৮০৮৮২
৮/ হোটেল সৈকত, লক্ষীপুর মোড়,রাজশাহী ০১৭১৬৪৭২০৫৬, ০১৭১৮-২৮০৮৮২
৯/ হোটেল নাইস ইন্টানন্যাশনাল, গণকপাড়া ০৭২১৭৭৬১৮৮
১০/ হোটেল ওয়ে হোম, স্টেশন রোড, বোয়ালিয়া ০৭২১৮১২৪৭০
১১/ হোটেল প্যারাডাইস, কুমারপাড়া, বোয়ালিয়া ০৭২১৭৭২৯৭৪
১৩/ হোটেল এলিগ্যান্ট, গণকপাড়া, বোয়ালিয়া ০৭২১৭৭২১০৩
১৪/ হোটেল স্টার,সাহেব বাজার, করিম সুপার মার্কেট।
১৫/ হোটেল বরেন্দ্র, লক্ষীপুর, রাজপাড়া, রাজশাহী ০৭২১৭৭৩২১৭
১৬/ হোটেল আনাম, মালোপাড়া, বোয়ালিয়া,রাজশাহী ০৭২১৭৭৩৭৪০
১৭/ হোটেল এসিয়া, গোরহাঙ্গা, বোয়ালিয়া, রাজশাহী ০৭২১৭৭৩৭২১
১৮/ হোটেল ডালাস ইন্টারন্যাশনাল, বিন্দুর মোড় ০৭২১৭৭৩৮৩৯
১৯/ হোটেল গ্রীণ, রানিবাজার, বোয়ালিয়া, রাজশাহী ০৭২১৭৭২২৩১
২০/ হোটেল স্কাই মালোপাড়া, বোয়ালিয়া, রাজশাহী। ০১৯১৩৮৫০১৪৫

সাধারণত ঢাকা থেকে রাজশাহীতে বাসে সময় লাগে ৬ ঘন্টা কিন্তু উত্তরবঙ্গের রাস্তায় জ্যাম পড়লে ১০+ ঘন্টার বেশি সময়েও পৌঁছানো যায় না।

ঢাকা থেকে রাজশাহীর জন্য যেসকল পরিবহনে যাতায়াত করতে পারবেন সেগুলো হলোঃ গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ/হানিফ কেটিসি, একতা ট্রান্সপোর্ট, শ্যামলী পরিবহন। এছাড়াও আরো বিভিন্ন বাস পাবেন। ঢাকা থেকে রাজশাহীর বাস ভাড়াঃ ৬০০/-

ট্রেন সার্ভিসঃ
ঢাকা হতে রাজশাহী অভিমুখী যেসকল ট্রেন ছেড়ে যায়ঃ
ধূমকেতু এক্সপ্রেস> সকাল~ ৬ টা
বনলতা এক্সপ্রেস> দুপুর~ ১ঃ৩০ মিনিট
সিল্কসিটি এক্সপ্রেস> দুপুর~ ২ঃ৪৫ মিনিট
পদ্মা এক্সপ্রেস> রাত~ ১১ টা

রাজশাহী হতে ঢাকা অভিমুখী যেসকল ট্রেন ছেড়ে যায়ঃ
বনলতা এক্সপ্রেস> সকাল~ ৭ টা
সিল্কসিটি এক্সপ্রেস> সকাল~ ৭ঃ৪০ মিনিট
পদ্মা এক্সপ্রেস> বিকাল~ ৪ টা
ধূমকেতু এক্সপ্রেস> রাত~ ১১ঃ২০ মিনিট

রাজশাহীতে সাধারণত হোটেল/খাবার এবং যাতায়াতের ভাড়া কম তবে বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার সময় কিছুটা বাড়তি নিতে পারে!

 

তাছাড়া আপনারা অলস সময়ে বা পরীক্ষার পর ক্লিন সিটি, গ্রিন সিটি রাজশাহী শহর ঘুড়ে দেখতে পারেন। আশাকরি সবার ভাল লাগবে। আর অবশ্যই মনে করে ছাতা এবং পানি নিয়ে যাবেন, কারণে রাজশাহীতে সাধারণত সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ে।

সকল শিক্ষার্থী ভাই-বোনদের পরীক্ষা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হোক। সবার পরীক্ষার ভালো রেজাল্ট বয়ে এনে যেন সবাই এই নীল-সাদা গাড়িতে চড়ে ভার্সিটিতে আসতে পারে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো

Leave a Comment