alumina fiber

 

Alumina fiber প্রস্তুতকৃত আঁশ এলুমিনিয়াম অক্সাইড থেকে । A fiber generated from aluminium oxide . American cloth এটা সাধারনত কাপড়ের একদিকে করা হয় । পাতলা প্লেইন ওয়েভ সূতি কাপড় যা তৈল জাতীয় ও অন্যান্য পদার্থের মিশ্রন দিয়ে প্রক্রিয়া করে ওয়াটার প্রুফ করা হয় ।

Amine end group নাইলন ফাইবার এর পলিমার চেইন এ বিদ্যমান মূলক ।

The terminating ( -NH2 ) group of the nylon polymer chain. Amine end groups provide dye sites for polyamides.

Ammonia ( অ্যামোনিয়া )

অ্যামোনিয়া হলো গ্যাস যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় । a gas, NH2; often used to refer to a solution of ammonia in water, called aqua ammonia or ammonium hydroxide ( NH OH ) Ammonium hydroxide is sometimes used for pH control, mostly where the desired pH is only moderately basic. It is used in some.

stripping processes for acid dyes and in rinses for reactive dyes on wool. Ammonia vapors are very irritating, and solutions should be handled carefully. Conto Amorphous Salve অ্যামোরফাস অংশ গঠনগতভাবে ছিদ্রযুক্ত এবং ফাঁকা থাকে । যেখানে অনুসমূহ পরস্পর থেকে কিছুটা দূরে দূরে অবস্থান করে এবং যা কোন পলিমার এর অবিন্যস্ত এবং শিথিল গঠনযুক্ত অংশ । Noncrystalline , lacking regular geometrical shape . Used to describe certain regions in polymers. Anaerobic and relish nai 13o Song A The more যা একটি জৈব প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে থাকে ।

A biological process active only in the absence of free oxygen. Angola এংগোলা হলো এক ধরনের প্লেইন অথবা টুইল কাপড় যাতে টানাসুতা এ কটন এবং পড়েন সুতায় এনগোরা ব্যবহার করা হয় । A yarn spun on woolen system from a mixture of wool and cotton or other fibre . A plain or twill fabric made from a cotton warp and an Angola yarn weft. Angora এই ধরনের পশম লম্বা , নরম ও মসৃন হয়ে থাকে যা অন্য কোন আঁশের সাথে মিশিয়ে কাপড় বুনন করা হয় । এনগোরা নামক ছাগল থেকে প্রাপ্ত পশম ।

Anhydride

সাধারনত এসিড থেকে জলীয় অংশ দূরীভূত করে এ্যানহাইড্রাইড এসিড তৈরী করা হয় । bloork A compound formed by abstraction of water , usually from an acid . Example: acetic anhydride, which is used in converting cellulose to cellulose acetate.

Anidex fiber

দীর্ঘ শিকলযুক্ত সিনথেটিক পলিমার থেকে তৈরীকৃত একটি শিল্পজাত কৃত্রিম তন্ত্র । A manufactured fiber in which the fiber-forming substance is any long-chain synthetic polymer composed of at least 50 % by weight of one or more esters of a monohydric alcohol and acrylic acid, ( CH2 = CH – COOH ) ( FTC definition ).

Aniline dyes

এনিলাইন ডাইস হলো এক প্রকার রং যা ডাইং শিল্পে ব্যবহার করা হয় । Mapa . Dyes are derived chemically from aniline or other coal tar derivatives.

Animal Fiber

( প্রাণীজ ফাইবার ) : প্রাকৃতিক ফাইবারের মধ্যে উদ্ভিজ্জ ফাইবারের then পরেই প্রাণীজ ফাইবারের ব্যবহার সর্বাধিক । প্রানীজ ফাইবার দুই প্রকার যথা : পশম , রেশম ইত্যাদি । Anion এনিয়ন হলো এক প্রকার ঋণাত্বক আয়ন । A negatively charged ion.

Anionic dye

ঋণাত্বক আয়নের রং প্রদান করেও পানিতে বিয়োজিত হয়ে যায় ।

A dye dissociates in an aqueous dyebath and provides a negatively charged colored icon.

Anisotropic

এটি দ্বারা কাপড়ের উপর আঁশ সমূহ অবিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকা বুঝায় । Not having the same physical properties in every direction . In the plane of the fabric, it is related to a non-random distribution of fibers.

Antibacterial agents

এ ধরনের দ্রব্যাদি ব্যকটেরিয়ার কার্যক্ষমতা নষ্ট এবং বংশ বৃদ্ধি রোধ করতে পারে।এমন দ্রব্য যা ব্যকটেরিয়া ধ্বংস করতে পারে ।

Any chemical material which kills bacteria ( bactericide ) or interferes with the multiplication, growth or activity of bacteria. ( bacteriostat ) .

Anti-migrant ( এ্যান্টি মাইগ্রেন্ট ): এটি প্রিন্টিং এ ব্যবহার করা হয় ।

an additive used in dye or pigment mixtures to prevent undesired movement or spreading of the wet dye on fabric Anti – migrants are used in thickened dye solutions or dye pastes used for printing fabric so that the printed pattern will retain sharply defined edges. Sodium alginate is often used for this purpose for art processes. Antimigrants are also used in commercial pad batch dyeing to prevent uneven shading across the width of the fabric.

 Antibacterial finish

এই ফিনিশ এর ফলে টেক্সটাইল দ্রব্যাদি ব্যাকটেরিয়ার আক্রমন থেকে রক্ষা পায় ।

Treatment of a textile material to make it resistant to or to retard the growth of bacteria.

Antichlor

এটি হলো এক ধরনের রাসায়নিক দ্রব্য যেমনঃ সোডিয়াম থায়োসালফাইড যা বিরঞ্জন এর পর অতিরিক্ত ক্লোরিন দুর করার কাজে ব্যবহার করা হয় ।

A chemical , such as sodium thiosulfate , used to remove excess chlorine after bleaching .

Antifelting agents

এটি এক প্রকার এজেন্ট । টেক্সটাইল দ্রব্যাদির চেপে যাওয়া প্রতিরোধ করার জন্য ব্যবহৃত দ্রব্য । Products that prevent or minimize matting and compaction of textile materials .

Antifoaming agents এটি সাধারনত সারফেকট্যান্স জাতীয় দ্রব্যাদি এ্যনিফোমিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় যা বুদবুদর গায়ে জমা হয়ে লিকুইড কমিয়ে দেয় ফলে বুদ বুদ ভেঙে যায় ।

এক ধরনের রাসায়নিক দ্রব্য যা ফেনা উৎপাদন প্রতিরোধ করে । Anti fungal agent এটি রাসায়নিক দ্রব্য যা ছত্রাক ধ্বংস করে । Any chemical material which kills or inhibits the growth of fungi.

Antimigration agent : যে সমস্ত যৌগ ব্যবহারের ফলে pigment ইমালশন গাঢ় হয় এবং পিগমেন্টকে অধঃক্ষিপ্ত হতে বাধ্য করে এবং প্রিন্টিং এর সময় কাঙ্ক্ষিত স্থান ছাড়া আসে পাশে পিগমেন্ট এর ছড়িয়ে পড়াকে বাধা প্রদান করে তাকে অ্যান্টি মাইগেশন এজেন্ট বলে বা migration inhabitor বলে ।

যেমন : Sodium Alginate , carboxy methyl cellulose , gum arabic ইত্যাদি । Antioxidant 200 এটি হলো অক্সিজেনের সাথে বিক্রিয়া প্রতিরোধকারী পদার্থ ।A substance to retard deterioration ( of fiber, fabrics, finishes, etc. ) resulting from a reaction with oxygen.

Antisoiling properties

টেক্সটাইল দ্রব্যাদির ময়লা প্রতিরোধকারী গুণ । The properties of textile materials whereby they resist deposition of dirt and stains.

Antistaining properties.

এর ফলে সহজে কাপড়ে ময়লা লাগতে পারেনা । টেক্সটাইল দ্রব্যাদির এমন গুন যা তৈল কিংবা পানি জাতীয় ময়লা প্রতিরোধ করে ।

The ability of a textile to resist the deposition of oil – or water-borne stains.

Anti-static

এন্টি স্টাটিক ফিনিশিং এর ফলে টেক্সটাইল দ্রব্যাদি ঘর্ষনজনিত চার্জ উৎপাদন প্রতিরোধ করতে পারে ।

Can be either a fiber or fabric that does not allow the build-up of static electricity to occur when the fiber or fabric experiences friction or rubbing.

Antistatic agents

এ ধরনের এজেন্ট টেক্সটাইল দ্রব্যাদির মধ্যে উৎপন্ন স্থির বৈদ্যুতিক চার্জ প্রতিরোধ করে । Antistatic properties এটি স্থির বিদ্যুৎ উৎপন্ন হওয়া প্রতিরোধ করে । টেক্সটাইল দ্রব্যাদির এমন বৈশিষ্ট্য যা উৎপন্ন তড়িৎ চার্জ ছড়িয়ে দিয়ে এর তীব্রতা কমিয়ে দেয় । The ability of a textile materiel to disperse an electrostatic charge and to prevent the build up of static electricity .

Aplique ( এপলিক )

পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকের সন্মুখের দিকে ( face side ) কিছু অতিরিক্ত কাপড় সংযোজন করা হয় তাকে এপলিক বলে ।

Leave a Comment