Apparel meaning

Apparel meaning

 

Apparel meaning  ( অ্যাপারেল ) : বিভিন্ন বস্ত্র বা পোশাকের সম্মিলিত নামকে অ্যাপারেল বলে । এই শব্দটি পোশাক শিল্পে বহুল ব্যহৃত হয় ।

Appearance

ভিজুয়ালীভাবে কালার দেখার জন্য যা প্রয়োজন তাই অ্যাপারেন্স ।

An object’s or material’s manifestation through visual attributes such as size, shape, color, texture, glossiness, transparency, opacity, etc.

Appliqué

এটি মূল কাপড় কিংবা পোশাকের সাথে সেলাই করে লাগিয়ে দেওয়া হয় । কাপড়ের তৈরী একধরনের নকশা ।

pemidderna A pattern or design constructed by applying one fabric on top of another, usually, a designed fabric is place sewn on a cloth or garment.

 Apron

ড্রাফটিং পদ্ধতিতে এ সাধারনত দুইটি এ্যাপরন ব্যবহার করা হয় ।

CAD svi de A device used to control the movement of fibers in a drafting system. It is more common to utilize two aprons i.e. double apron drafting.

Aqueous repellency যা দ্বারা কাপড় বা তন্তুর এমন বৈশিষ্ট্য দ্রব্যাদি ভেজা প্রতিরোধী বুঝায় ।

In textiles, the characteristic of a fiber, yarn, or fabric whereby it resists wetting by aqueous liquids.

Arm scye ( আর্ম স্কাই ) ঃ পোশাকের হাতার আর্ম হোলকে আর্ম স্কাই বলে ।

Aramid fiber- ফাইবার :

অ্যারামাইড এক প্রকার প্রস্তুতকৃত ( Manufactured ) ফাইবার যাতে আঁশ তৈরির উপাদানসমূহ হল একটি লং চেইন সিনথেটিক পলিঅ্যামাইড ( Long Chain Synthetic Polyamide ) যার কমপক্ষে ৮৫ % অ্যামাইড লিঙ্কেজ সরাসরি দুটি অ্যারোমেটিক রিং ( Aromatic Ring ) এর সাথে সংযুক্ত থাকে ।

Area of view

কোন বস্তু পৃষ্ঠের এমন আয়তন । যাতে রং পরিমাপক যন্ত্রের সাহয্যে ঐ বস্তুর সম্পূর্ন রং পরিমাপ করতে পারে ।

In a color measuring instrument, the dimensions of the surface area that a color measuring instrument or capable of covering in a single color measurement.

Art ( আর্ট ) : আর্ট দ্বারা শিল্পকে বুঝায় ।

Art Element ( আর্ট ইলিমেন্ট ) : এটি দ্বারা শিল্পের উপাদানকে বুঝায় ।

Art Principle ( আর্ট প্রিন্সিপল ) : এটি দ্বারা শিল্পনীতি কে বুঝায় ।

Argyle গেঞ্জীর কাপড়ের উপর বিভিন্ন রঙের ডায়মন্ড আকৃতির নকশা ।

A pattern consisting of diamond shapes of different colors knit in a fabric .

Artifical dyes ( আরটিফিসাল রং ) : এটি এক ধরনের কৃত্রিম রং যেগুলো বিভিন্ন ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় ।

Antwe Artificial turf এই ধরনের আস্তরন খেলাধূলার মাঠ তৈরীতে ঘাসের পরিবর্তে ব্যবহার করা হয় ।কৃত্রিমভাবে তৈরীকৃত গালিচা যার উপরিভাগ ঘাসের মত মনে হয় ।

A manufactured carpet has the appearance of grass. Used to replace grass in sports arenas, yards, etc.

Artificial daylight

এটি হলো একটি লাইট সোর্স ।

A term loosely applied to light sources, frequently equipped with filters, that try to reproduce the color and spectral distribution of daylight. A more specific definition of the light source is preferred.

Aramid ( অ্যারামিড ) : অ্যারামিড হলো এক ধরনের তন্ত্র যেটি Aramid Fiber নামে পরিচিত ।

Asbestos

প্রকৃতিতে প্রাপ্ত একটি আশ্চর্য্য ধরনের তন্ত্র হল অ্যাসবেস্টস । ইহা মূলত পাথর এবং সৃষ্টির সময় কেলাস তৈরী না হয়ে তন্ত্র হিসাবে উৎপন্ন হয় ।

বহু প্রাচীন থেকেই অ্যাসবেসটস এর ব্যবহার লক্ষ্য করা যায় । অ্যাসবেসটস অগ্নিরোধী এবং তাপ নিরোধক । পাহাড়ী অঞ্চলে সুক্ষ্ম আবরন হিসাবে অথবা খনিতে অ্যাসবেসটস পাওয়া যায় । পৃথিবীর দুই – তৃতীয়াংশ অ্যাসবেসটস কানাডা থেকে আসে । বাকী অংশ দক্ষিণ আফ্রিকা , জিম্বাবুয়ে ও রাশিয়া থেকে পাওয়া যায় ।

Assembling or Sewing : সুই এবং সূতার সাহায্যে কাপড় জোড়া লাগানোকে সেলাইকরণ করা হয় ।

পোশাক শিল্পে কাপড়ের মান অনুযায়ী বিভিন্ন প্রকার সেলাই মেশিনের সাহায্য নিয়ে কাপড় জোড়া লাগিয়ে পোশাক তৈরি করা হয় । Aspect ratio এই রেশিও হলো গাড়ীর চাকা তৈরীর ক্ষেত্রে চাকার উচ্চতা ও পুরুত্বের অনুপাত ।

 Astrakhan cloth

এই ধরনের কাপড়ের মূল কাঠামোর সুতা সাধারনত তুলা কিংবা পশম দিয়ে তৈরী করা হয় এবং লুপ তৈরীর সুতা দিয়ে তৈরী হয় ভারী কাপড় যার সম্মুখদিকে সূতা কোকড়ানো অবস্থায় থাকে ।

A thick knit or woven fabric with loops or curls on the face. The base yarns are usually cotton or wool and the loops are made with fibers such as mohair, wool, and certain manufactured fibers.

Atmospheric condition

সাধারনভাবে যে কোন সময়ে বিদ্যমান আপেক্ষিক আর্দ্রতা, তাপমাত্রা ও চাপ এর অবস্থাকে বুঝায় ।

In general, the relative humidity, barometric pressure, and temperature existing at a given time.

Attrition mills

এসিটেড কিংবা ট্রায়াকেটেট তন্তু তৈরী করার সময় কাঠখন্ডকে এই প্রক্রিয়ায় গুড়া করা হয়।এমন যন্ত্র যার সাহয্যে কোন বস্তুকে চূর্নবিচূর্ন করে ছোট আকৃতির গুড়া তৈরী করা হয় ।

Attribute

কালারকে প্রকাশ করা হয় হিউ , ক্রোমা এবং লাইটনেস দিয়ে যাকে এট্রিবিউটস বলে ।

Distinguishing characteristic of a sensation , perception or mode of appearance . Colors are often described by their attributes of hue, chroma ( or saturation ), and lightness.

Auxochorme :

এর কারনে টেক্সটাইল দ্রব্যের প্রতি রং বা ডাই এর আকর্ষন ( affinity ) থাকে ।

Snodgromie ডাই স্টাফ এর বৈশিষ্ট্যঃ

(1) এত ক্রোমোফোর ও অক্সোক্রোম থাকা আবশ্যক ।

(2) এই ক্রোমোফোর গ্রুপ বিভিন্ন ধরনের হতে পারে । যেমন – NO2 , NH2 , CO – , – N = O ইত্যাদি ।

(3) পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবন প্রস্তুত করার ক্ষমতা থাকতে হবে ।

(4)  ডাই স্টাফের ডাই বাথ ( Dye bath ) হতে ফাইবারে প্রবেশ করার ক্ষমতা অর্থাৎ সাবষ্ট্যান্টিভিটি ( Substanitivity ) থাকতে হবে ।

(5) রঞ্জিত দ্রব্যের স্থায়িত্ব থাকতে হবে অর্থাৎ ফাস্টনেস প্রোপার্টি ( Fastness property ) থাকতে হবে ।

Auxilary Motion

( অক্সিলিয়ারী মোশন ) : পাওয়ার লুম ত্রুটিমুক্ত কাপড় তৈরী করার জন্য কিছু কিছু আলাদা মোশন ব্যবহার করা হয় , যা তাঁতকে স্বয়ংক্রিয় করে এবং তাঁত ও কাপড়ের ক্ষতির হাত থেকে রক্ষা করে । এ ধরনের মোশনকে Auxilary Motion বলে ।

Automatic Loom ( অটোমেটিক লুম ) : যে সমস্ত তাঁতে স্বয়ংক্রিয়ভাবে পড়েন সুতা বা ওয়েফট ইয়ার্ন পরিবর্তনের ব্যবস্থা আছে সে সমস্ত তাঁতকে অটোমেটিক লুম বলে ।

Autoclave

এমন একটি যন্ত্র যার সাহয্যে কিছু বিশেষ ফিনিশিং প্রক্রিয়া সম্পন্ন করা হয় ।

An apparatus for carrying ort certain finishing operation , such as pleating and heat setting , under pressure in a superheated steam atmosphere .

Avril Rayon :

এ ফাইবারের শক্তি ভিসকোস রেয়নের তুলনায় বেশি এবং পিমা কটনের প্রায় সমতুল্য । পানিতে ভিজালে শক্তি হারায় , তবে ভিসকোস রেয়ন থেকে যথেষ্ট মজবুত । এ কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা ভাল । তাই এ ফাইবার থেকে উৎপাদিত কাপড় সাধারণ পোশাক পরিচ্ছেদ , খেলার পোশাক , অন্তর্বাস ও নৈশ পোশাক ইত্যাদি সবকিছুতেই উপযোগী ।

Average stiffness

এ্যাবারেজ স্টিপনেস হলো ডায়াগ্রাম এর শূন্য পীড়ন এবং চূড়ান্ত পীড়ন এর অনুপাত ।

Azlon fiber

এটি হলো একটি কৃত্রিম তন্তু । Manufactured fiber in which the fiber – forming substance consists of any regenerated naturally occurring proteins ( FTC definition ) . Azlon is not currently produced in the United States.

 Azo-dyes

কোন কোন আজো ডাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । এই ধরনের ডাই এ ক্রোমোেফর বিদ্যমান থাকে ।

কৃত্রিম উপায়ে তৈরীকৃত অনেক ডাই এ আজো গ্রুপ থাকে । Dyes characterized by the presence of an azo group ( -N = N- ) as the chomophore . Azo dyes are found in many of the synthetic dye classes .

Azoec composition এটি সেলুলুজ এবং কৃত্রিম তন্ত্রকে রঞ্জিত করতে পারে ।

Leave a Comment