My self paragraph
My self is Anowar Hossain I live at Charpadma in Barishal. The name of my Madrasha is Charpadma Madrasha. I am an in-class. Our Madrasha starts at 10 am and finishes at 4 pm. We, the students of class V are studying various subjects. Those are Bengali, English, Mathematics, General Science, Social Science, and Islamiat. Usually, I go to school on foot because it is not so far from our house. But sometimes I go to school by rickshaw with my father on his way to the office. I always return home on foot. Our teachers are very good. Every year a good number of students get scholarships. I am proud of my Madrasha. I like my Madrasha very much.
Also my link…
ইংলিশ উচ্চারন :
মাই নেম ইজ আনোয়ার হোসেন । আই লিভ এট চরপদ্মা ইন বরিশাল । দি নেইম অভ মাই মাদরাসা ইজ চরপদ্মা মাদরাসা । আই এম ইন ক্লাস ফাইভ । আওয়ার মাদরাসা স্টার্টস ইট টেন এ . এম. এন্ড ফিনিশেস এট ফোর পি . এম । উই , দি স্টুডেন্টস অভ ক্লাস ফাইভ আর স্টাডিয়িং ভেরিয়াস সাবজেক্টস ।
দৌজ আর বেঙ্গলি , ইংলিশ , ম্যাথেটিকস , জেনারেল সায়েন্স , সোশ্যাল সায়েন্স আন্ড ইসলামিয়াত । ইউজুয়ালি আই গো টু মাদরাসা অন ফুট বিকজ ইট ইজ নট সো ফার ফ্লুম আওয়ার হাইজ । বাট সামটাইমস আই গো টু মাদরাসা আই রিকসা উইথ বাই ফা : দা ( র ) অন হিজ ওয়ে টু অফিস । আই অলওয়েজ রিটার্ন হোম অন ফুট । আওয়ার টিচারস আর ভেরি গুড । এভরি ইয়ার আ গুড নাম্বার অব স্টুডেন্টস গেট স্কলার শীপ । আই অ্যাম প্রাউড অভ মাই মাদরাসা । আই লাইক মাই মাদরাসা ভেরি ম্যাচ ।
বাংলায় অনুবাদ :
আমার নাম আনোয়ার হোসেন । আমি বরিশালের চরপদ্মা বাস করি । আমার মাদরাসার নাম চরপদ্মা মাদরাসা । আমি পঞ্চম শ্রেণিতে পড়ি । আমাদের মাদরাসা ১০ টায় শুরু হয় ও ৪ টায় শেষ হয় । আমরা , পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে পড়ালেখা করছি ।
সেগুলো হচ্ছে বাংলা , ইংরেজি , অঙ্ক , সাধারণ বিজ্ঞান , সামাজিক বিজ্ঞান ও ইসলাম শিক্ষা । সাধারণত আমি হেঁটে মাদরাসা যাই কেননা এটি আমাদের বাসা থেকে বেশি দূরে নয় । কিন্তু মাঝে মাঝে বাবার অফিসে যাবার পথে তার সাথে রিকসায় মাদরাসায় যাই । আমি সব সময় হেঁটে বাসায় ফিরি । আমাদের শিক্ষকগণ খুব ভালো । প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী বৃত্তি পায় । আমি আমাদের বিদ্যালয় নিয়ে গর্বিত । আমি আমার মাদরাসা খুব পছন্দ করি ।